Causes Of Nail Henna Problem

           নখের মেহেদি শুধুমাত্র নখে ব্যবহার করার জন্য।

  •  
     এটা হাতের কোনো অংশে বা স্কিনে ব্যবহারের জন্য নয়।আসবেনাকারণ

  • নখের মেহেদি একবার ব্যবহার করলে সম্পূর্ণ ডার্ক কালার নাও পেতে পারেন।কারণ

  • নখ পাতলা হলে কালার কম বসবে এবং নখ মোটা হলে কালার বেশি বসবে।

  • তাই ডার্ক কালার পেতে ২-৩ বার নখে মেহেদি লাগান।

  • নখের মেহেদি ১দিনে ২-৩ বার ব্যবহার করবেননা তাহলে কালার আসবে না, ভালো হয় রাতে লাগিয়ে সারারাত নখে রাখুন।

  •  নখের মেহেদিতে সাথে সাথে কালার আসেনা, ৩ দিনের মধ্যে আস্তে আস্তে অনেক ডার্ক কালার হবে। কারণ আমাদের নখের মেহেদি অর্গানিক। 

  •  নখ থেকে মেহেদি তোলার পর প্রথমে কমলা কালার হতে পারে তাই বিচলিত না হয়ে অপেক্ষা করুন সুন্দর কালার পাবেন।