Causes Of Nail Henna Problem
নখের মেহেদি শুধুমাত্র নখে ব্যবহার করার জন্য।
-
এটা হাতের কোনো অংশে বা স্কিনে ব্যবহারের জন্য নয়।আসবেনাকারণ
নখের মেহেদি একবার ব্যবহার করলে সম্পূর্ণ ডার্ক কালার নাও পেতে পারেন।কারণ
নখ পাতলা হলে কালার কম বসবে এবং নখ মোটা হলে কালার বেশি বসবে।
তাই ডার্ক কালার পেতে ২-৩ বার নখে মেহেদি লাগান।
নখের মেহেদি ১দিনে ২-৩ বার ব্যবহার করবেননা তাহলে কালার আসবে না, ভালো হয় রাতে লাগিয়ে সারারাত নখে রাখুন।
নখের মেহেদিতে সাথে সাথে কালার আসেনা, ৩ দিনের মধ্যে আস্তে আস্তে অনেক ডার্ক কালার হবে। কারণ আমাদের নখের মেহেদি অর্গানিক।
নখ থেকে মেহেদি তোলার পর প্রথমে কমলা কালার হতে পারে তাই বিচলিত না হয়ে অপেক্ষা করুন সুন্দর কালার পাবেন।